শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি রেখে চলে গেল মালবাহী ট্রেন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম
সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রেলাইনে লাইনচ্যুত
expand
সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রেলাইনে লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রেলাইনে লাইনচ্যুত বগি রেখে চলে গেলো একটি মালবাহী ট্রেন।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড শেখপাড়ায় পৌছালে বগির তিনটি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড রেলস্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিং এর মাঝের অংশে দুইটি কন্টিনার ও একটি বগি ফেলে রেখে চলে যায়।

দুইটি কন্টিনার এর মধ্যে একটি কন্টিনার লাইন এর বাইরে চলে যায়।

এই ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেনের মূল অংশটি বরতাকিয়া রেলস্টেশন গিয়ে থামে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থালে যান রেলওয়ে কমকর্তারা।এসময় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ চলছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X