

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী রোকেয়া রহমানের (৪৭) জানাযায় অংশ নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি।
প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (১ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় নূরে মদিনা মাদ্রাসা মাঠে জানাযায় অংশ নেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন মতিউর রহমান মতি।
এর আগে গত শুক্রবার মতিউর রহমান মতির স্ত্রী রোকেয়া রহমান শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার।
এদিকে প্যারোলে মুক্তি পাওয়া নাসিকের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির বিরুদ্ধে গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
চলতি বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এখনও কারাভোগ করছেন তিনি।
মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ- ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
মন্তব্য করুন