শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সবুজবাগ থেকে গ্রেফতার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
expand
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সবুজবাগ থেকে গ্রেফতার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬) কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকা থেকে অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার ফাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের কোম্পানী কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় গত ১৮ অক্টোবর শনিবারে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন। গত কিছুদিন আগে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন। পরবর্তীতে শনিবার ১৮ অক্টোবর দুপুরে দাবি করা আরও ৪ লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার সন্ত্রাসী লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে। এসময় তার কাছ থেকে পুনরায় চাঁদার টাকা দাবি করে। ব্যবসায়ী লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদল নেতা পরিচয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, গুলাগুলিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন