শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙন, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
expand
সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙন, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও থেকে মনাইকান্দি যাওয়ার পথে একটি ভাঙা কালভার্টে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩০টি গ্রামের মানুষ।

দীর্ঘদিন ধরে কালভার্টটির দুই পাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ছোট-বড় যানবাহনের চালক-যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, প্রায় দুই বছর ধরে কালভার্টের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাটি সরু হয়ে পড়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুধঘাটা, মঙ্গলেরগাঁও, কোরবানপুর, মাজলাপাড়া, পাঁচানি, শহিদনগর, শান্তিনগর, নবীনগরসহ প্রায় ৩০ গ্রামের হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে কাইকারটেক হাট থেকে আসবাব ও মালপত্র বহনে ভোগান্তি আরও বেড়েছে। বিকল্প সড়ক থাকলেও সেটিও বেহাল হওয়ায় নিয়মিত যানজট তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক অটোরিকশা গর্তে পড়ে চালক ও যাত্রী আহত হয়েছেন। শিক্ষার্থীরাও নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।

শম্ভুপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাবেদ আলী বলেন, কিছুদিন আগে অস্থায়ীভাবে মেরামত করা হলেও বর্ষায় ভেঙে যায়। বর্ষা শেষে কালভার্ট ভেঙে নতুনভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সড়ক সংস্কারের জন্য অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। পুরোনো কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন