সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্ভোদন
expand
লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্ভোদন

"একটাই লক্ষ হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা গ্রহণ করি, নিজের জীবন নিজে গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কতৃক ও (এডিবি) ব্যাংক পরিচালিত সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট Sicip- Bangladesh-Lsti ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলার আলা মুন্সীর মোড়ে লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজির প্রধান উপদেষ্টা ইঞ্জি: মো. কালাম হোসেন এর শুভ উদ্ভোদন করেন। লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা মুফতি আব্দুর রব ফারুকীর সভাপতিত্বে ও পরিচালক খন্দকার সাজ্জাদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্ট্রাকশন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. এম এ ওহাব।

এ সময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি: সৈয়দ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ( তদন্ত) অজিত কুমার রায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাগউজ্জামান প্রমুখ। এসময় প্রশিক্ষণার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন