শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
বর্ণাঢ্য র‌্যালি
expand
বর্ণাঢ্য র‌্যালি

কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে নড়াইল জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। এসময় বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ, ডা. স্মৃতিকণা সরকার, ডা. দীপঙ্কার বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশেলাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মো. কামরুজ্জামান কামরুল।

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ বলেন, আমাদের রয়েছে স্বতন্ত্র ডায়াবেটিস সেন্টার। যেখানে রয়েছেন স্বনামধন্য দুইজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার। এই দুইজন ডাক্তারের তত্ত্বাবধানে প্রতিমাসে সহস্রাধিক ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রতিমাসে ৩০০ রোগীকে বিনামূল্যে ইনসুলিন ও ২০০ রোগীকে বিনামূল্যে যথাসাধ্য ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। এদিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ফ্রি স্ক্রিনিং কার্যক্রমও পরিচালনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন