শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে অবৈধ বালু উত্তোলন, দুই শ্রমিকের জেল-জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
expand
নড়াইলে অবৈধ বালু উত্তোলন, দুই শ্রমিকের জেল-জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুই শ্রমিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাকড়াইল এলাকায় অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে বালু কেটে তা ট্রলিতে পরিবহনের অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়। একইসঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— লাহুড়িয়া ইউনিয়নের প্রসন্নপাড়ার রাব্বি শেখ (২৮) এবং মাগুরার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের বাবুল মোল্যা (২৭)।

আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেন। পরে দোষী সাব্যস্তদের থানায় সোপর্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র জানান, ‘বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’-এর ধারা অনুযায়ী এ রায় দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কাজে জড়িত না হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।’

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিকেলে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন