শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বিএনপির মনোনীত প্রার্থীর গাছের চারা বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
তারেক রহমানের জন্মদিনে মানুষদের বৃক্ষের চারা দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী
expand
তারেক রহমানের জন্মদিনে মানুষদের বৃক্ষের চারা দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী

বিএনপির (ভারপ্রাপ্ত) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান এবং নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ করেছে দলটির নেতা-কর্মীরা।

এ সময় বিভিন্ন মানুষদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ময়মনসিংহের ভালুকায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আসনটির বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় ব্লাড ডোনেশন ক্যাম্প ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আসনটির বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এদিকে, ভালুকা উপজেলাজুড়ে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। নারী-পুরুষ, যুবক, কৃষক ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

স্বেচ্ছায় রক্তদানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. গোলজার হোসেন, যুগ্ন আহ্বায়ক, ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন সরকার, আহসান উল্লাহ খান রুবেল, যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ঢালী, মো. ইলিয়াস মন্ডল, বিএনপি নেতা মাহাবুবুল আলম পাঠান তারু, যুবদল নেতা শাহিমুজ্জামান পাঠান সমর, মিজানুর রহমান লিটন, সাদিকুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান খান, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম, রুবেল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান।

এ ছাড়াও শাহরিয়ার পাঠান নাঈম, রাফসান জানি পাঠান, ইউপি সদস্য মানিক মন্ডল ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন