বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক অজ্ঞাত বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টায় উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার কান্দি গ্রামের মোহাম্মাদ আলী আকন্দ এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সিরাজুল ইসলাম। তার মেয়ে পপি আকতারের বাড়িতে যাওয়ার জন্য মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, একটি অজ্ঞাত বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। মামলা প্রক্রীয়াধিন বলে জানিয়েছেন ওই পরিদর্শন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন