সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বার ইউনিটে নুরুল হক সভাপতি, তান্না সম্পাদক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
expand
ময়মনসিংহে বার ইউনিটে নুরুল হক সভাপতি, তান্না সম্পাদক

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির অন্তর্গত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ময়মনসিংহ বার ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট মাসুদ তানভীর তান্না।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জেলা বারের মিলনায়তনে সংগঠনটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে বার প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০৭ জন। দুই সদস্যের মৃত্যুর কারণে কার্যত ৩০৫ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পান। দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র দুই প্রার্থীসহ ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১২ জন প্রার্থী।

ফলাফলে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন।

ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নুরুল হক বলেন, “জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও ঐক্যবদ্ধ করতে আমরা দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক মাসুদ তানভীর তান্না বলেন, “আইনজীবীদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগঠনকে সক্রিয় রাখব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন