শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও কুশল বিনিময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার
expand
সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে মোতাহার হোসেন তালুকদার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় অনেকেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X