

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় পিকআপসহ ৪শ ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর উত্তরবাজার এতিমখানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পিকআপ ভর্তি বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
থানা সূত্র জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে হাইওয়ে থানার (এসআই) রুবেল খান পুলিশের একটি দল নিয়ে সিগনাল দেয়। পুলিশের সিগনাল অমান্য করে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে সেখান থেকে ৪শ ৮৩ বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার করে এবং পিকআপ ও মদ হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে। পরে এতিমখানা এলাকার কাছে পিকআপটি সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এরপর গাড়ি তল্লাশি করে ৪শ ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা পিকআপ ও মদ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রীয়াধীন বলে জানিয়েছেন ওই পরিদর্শক।
মন্তব্য করুন