বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী যোগদান করলেন বিএনপিতে।
expand
ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী যোগদান করলেন বিএনপিতে।

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী যোগদান করলেন বিএনপিতে। বিষয়টি এলাকায় বেশ চমক সৃষ্ট হয়েছে। এসময় তার সাথে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের আরো পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

শহিদুল হক মিরু মুন্সী ভাঙ্গার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘ ৪০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ভাঙ্গায় সংযুক্ত ছিলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠকে শত শত জনতার উপস্থিতিতে বিএনপির ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা ও আওয়ামী লীগের রাজনীতি থেকে ইস্তফা ঘোষণা করেন তিনি।

ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি কাজী কায়সার, মিজানুর রহমান পান্না, জাকির হোসেন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন