

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এ সমাবেশ বুধবার বিকেল সাড়ে ৪টায় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম. এ. বারী, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. ইকবাল হোসাইন, সহ-সেক্রেটারি মো. শহিদুল ইসলামসহ হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। বিগত দিনের একটি রাস্তার বাজেটে চারটি রাস্তা নির্মাণ সম্ভব হবে। দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজির মতো সমস্যাগুলো হ্রাস পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করেন। মিছিলটি হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
মন্তব্য করুন