শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে দু’জন আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
কাভার্ড ভ্যান উল্টে দুমড়ে-মুচড়ে গেছে
expand
কাভার্ড ভ্যান উল্টে দুমড়ে-মুচড়ে গেছে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় লরির ধাক্কায় একটি কাভার্ড ভ্যান উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা সেতুর ঢালে ঢাকা-গামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চালক শাহাবুদ্দিন (২৭) এবং হেলপার ইয়াসিন (১৮)। তারা দু’জনই নারায়ণগঞ্জের চিটাগাং রোড হাউজিং এলাকার ছাপা কারখানার কর্মী এবং সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকা-গামী লেনের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও রেকার গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানটি অপসারণ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লরিটি জব্দ করা হয়েছে। এছাড়া রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানটিও সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, লরিটি ওয়ালটন কোম্পানির মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে চান্দুরা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিল। পথেই এ দুর্ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন