

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পানাম এলাকায় গাছ কাটার সময় চাপা পড়ে ইসরাফিল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি বড় গাছের গোড়া সরানোর কাজ করছিলেন ইসরাফিল। এ সময় অতিরিক্ত ওজনে গাছটি হেলে পড়ে তার ওপর চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত মো. ইসরাফিল টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহপুর এলাকায় স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে গাছ কাটার কাজে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
পুলিশ নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম।
মন্তব্য করুন