বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে মেট্রোরেল সংযোগের দাবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে মেট্রোরেল সংযোগের দাবি
expand
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে মেট্রোরেল সংযোগের দাবি

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রোরেল সংযোগ স্থাপনের দাবি জানিয়েছে মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম-এর কাছে আনুষ্ঠানিকভাবে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ী ও সিরাজদিখান উপজেলার প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষ এবং শরীয়তপুর ও মাদারীপুর জেলার আরও ৫ থেকে ৭ লাখ মানুষ প্রতিদিন এই রুটে যাতায়াত করেন। মুক্তারপুর হয়ে ঢাকা ও অন্যান্য জেলায় মেট্রোরেল সংযোগ স্থাপন করা হলে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষ দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহনের সুবিধা পাবেন।

মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ জানিয়েছে, ঢাকার ঘনবসতি ও যানজট কমানো, বায়ুদূষণ রোধ, দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনা, স্বাস্থ্যসেবা ও আবাসন ব্যবস্থার উন্নয়নের জন্য মুক্তারপুরে মেট্রোরেল সংযোগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তারা সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন