সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫
expand
২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫

বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পাড়জুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেন মোট ৩৫ জন সাঁতারু, যার মধ্যে ১২ জন নারী।

পুরুষদের ১০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতা শুরু হয় নারায়ণগঞ্জের বক্তাবলি লঞ্চঘাট থেকে, আর নারীদের ৭ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় চর গোগনগর পয়েন্ট থেকে। বুড়িগঙ্গার বুক চিরে ধলেশ্বরী নদী হয়ে সাঁতারুরা শেষ করেন তাদের পথচলা মুন্সীগঞ্জ লঞ্চঘাটে, মুক্তারপুর সেতুর নিচ দিয়ে।

প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। তাঁর সময় লেগেছে ১ ঘণ্টা ২৮ মিনিট ৪২ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী (১.৩০.৪৯ ঘণ্টা) এবং তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর নূরুল ইসলাম (১.৩৪.৪২ ঘণ্টা)।

অন্যদিকে, নারী গ্রুপে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা (১.০৭.২৩ ঘণ্টা), দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন (১.০৯.০৪ ঘণ্টা) এবং তৃতীয় হয়েছেন নৌবাহিনীর রুপা খাতুন (১.১২.১৮ ঘণ্টা)।

চ্যাম্পিয়ন ফয়সাল আহমেদ বলেন, “এই প্রতিযোগিতা শুধু জয়ের নয়, এটি নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সামনে ইংলিশ চ্যানেল জয় করার স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”

নারী চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার টুম্পাও বলেন, “প্রথমবার এই প্রতিযোগিতায় জিতে অনেক গর্ব অনুভব করছি। আন্তর্জাতিক পর্যায়ে দেশের পতাকা ওড়াতে চাই।”

ঐতিহ্যবাহী এই সাঁতার প্রতিযোগিতা দেখতে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের দুই পাড়ে হাজারো দর্শকের সমাগম ঘটে। নদীর তীরে দাঁড়িয়ে তারা করতালিতে উৎসাহ জোগান সাঁতারুদের। তবে কলকারখানার বর্জ্য ও নদী দূষণ নিয়ে অনেক দর্শক উদ্বেগ প্রকাশ করেন এবং নদীর পানির মান রক্ষার দাবি জানান।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম. নাজমুল হাসান। তিনি বলেন, “সাঁতারের ঐতিহ্য ধারণকারী মুন্সীগঞ্জে স্থায়ী সাঁতার প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। সাঁতারের গৌরব ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাসহ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন