সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত এখনো পানি ঘোলা করার চেষ্টা করছে: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
মীর সরফত আলী সপু
expand
মীর সরফত আলী সপু

জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে কিন্তু জামায়াত এখনো পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, নির্বাচন নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করেই কেউ সফল হতে পারবে না। তাই জামায়াতকে বলবো, আপনারা যে পানি ঘোলা করার চেষ্টা করছেন- এটা জনগণ মেনে নেবে না।

আপনারা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হলেও গণভোট যেন নভেম্বরে করা হয়। এটা কি সম্ভব? গণভোটও তো একটি নির্বাচন। বিএনপি গণভোটের পক্ষে, তবে বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হোক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন