

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, বিগত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে সামনের সারির যেসব ত্যাগী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের মনোনয়ন না দেওয়ায় স্বাভাবিকভাবেই মাঠপর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে। এই বঞ্চনার কারণে স্থানীয় নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে আসছেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩১ দফার লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ‘আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন— আমরা সে প্রত্যাশাই করি। দেশের সব সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। এজন্যই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
