

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুর (গাংনী) ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে এক হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার বাওট ফুটবল মাঠ এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
মোটরসাইকেল র্যালিটি বামন্দী, গাংনী, বাঁশবাড়িয়া হয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঁড়াডোব বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
এর আগে বাওট বাজারে তিনি সাংবাদিকদের সঙ্গে দলের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলেন।
শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেহেরপুর (গাংনী) ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আমজাদ হোসেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মুরাদ আলী, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এসময় তাদের হাতে ও মোটরসাইকেলগুলোতে ধানের শীষের ব্যানার ও স্লোগান দেখা যায়।
বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ছাদ খোলা মাইক্রোফোনে দাঁড়িয়ে সাধারণ মানুষদের হাত নাড়িয়ে অভিবাদন জানান।
মন্তব্য করুন