বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর শোডাউন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২০ পিএম
৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর শোডাইন
expand
৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর শোডাইন

মেহেরপুর ১ আসনের জেলা জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে তিন হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪ টার দিকে শহরের সরকারি কলেজ মাঠ থেকে জেলা জামায়াতের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনি প্রচারোনা শুরু হয়।

শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেহেরপুর- ১ (মুজিবনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। সন্ধ্যা সাতটার দিকে শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয় নির্বাচনি প্রচারোনা। এর আগে মোটরসাইকেল নির্বাচনী প্রচারোনা চলে সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল র‍্যালিতে অংশ নেয় । জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান ছাদ খোলা মাইক্রোতে দাঁড়িয়ে সাধারণ মানুষদের হাত নাড়িয়ে অভিবাদন জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন