বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
আলেম-ওলামাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
expand
আলেম-ওলামাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন মন্তব্য এবং বাউলদের মাধ্যমে আলেম-ওলামা ও তাওহিদী জনতার শান্তিপূর্ণ সমাবেশকে উসকানি দিয়ে পণ্ড ও প্রশ্নবিদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার আলেম-ওলামা ও তাওহীদি জনতার একটি ব্যানারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা আরও কথা বলেন।

তারা বলেন, মানিকগঞ্জের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এরকম কোন কিছুই আমরা চাই না। মানিকগঞ্জ বাউলদের জায়গা, এখানে অনেক বাউল আছেন ভাটিয়ালি,জারি-সারি বিভিন্ন গান করেন এবং তারা এগুলো করতেই পারেন তাতে আমরা বাধা দেই না। তবে তারা যেভাবে সরাসরি কুরআন হাদিসকে অপব্যবহার করে এবং অতীতেও এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন যে তাদের কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। তারা পরবর্তীতে গান-বাজনা করবে এগুলো আমাদের কোন সমস্যা না। তবে যে সমস্ত ধর্মীয় বিষয় আছে সেসব বিষয়ে সেনসিটিভ থাকতে হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে দু পক্ষের মধ্যে যে দুরত্ব সৃষ্টি হয়েছে সেটা আর না বাড়ে। প্রশাসনিক ভাবে বা সুন্দর ভাবে এর সমাধান আমরা করতে চাই। তার জন্য মানিকগঞ্জ ওলামা কেরাম এবং তৌহিদী জনতা আমরা প্রস্তুত আছি। যার বিরুদ্ধে অভিযোগ আমরা শুধু তার বিরুদ্ধেই কথা বলতে চাই। সারাদেশে যে বলা হচ্ছে বাউলদের আমরা গান-বাজনা বন্ধ করে দিচ্ছি বা তাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছি বিষয়টি এরকম না , এরকম তুলে ধরবেন না। আমাদের রিকোয়েস্ট থাকবে যে ব্যক্তি আল্লাহকে নিয়ে এরকম কটুক্তি মূলক মন্তব্য করেছেন সেই মন্তব্যের ভিত্তিতে সে যদি দোষী হয়ে থাকেন শুধু তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

তারা আরও বলেন, আমাদের তাওহীদি জনতার নামে অজ্ঞাত ২০০ জনের মামলা করা হয়েছে। আমরা এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা সাংবাদিক ভাইদের মাধ্যমে আবেদন করবো যেন মামলাটা তুলে নেওয়া হয়। এবং আমাদের যারা তৌহিদী জনতা বা আমাদের যারা পছন্দ করেন মামলার নামে তাদের যেন প্রশাসনিকভাবে কোন হয়রানি না করা হয় এটি আমাদের অনুরোধ। যদি কোনরকম হয়রানি হয় কিংবা মামলা তুলে না নেওয়া হয় তাহলে আমাদের যে উপরে মুরুব্বী রয়েছেন তাদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপে যাবো।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, মাওলানা শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান,সহকারী আইন বিষায়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক,সহকারী প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান মাহমুদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন