শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ নির্বাসন শেষে নিজ জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা মিয়া নূর উদ্দিন অপু

মাদারীপুর  প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
বিএনপি নেতা মিয়া নূর উদ্দিন অপু
expand
বিএনপি নেতা মিয়া নূর উদ্দিন অপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহচর ও একান্ত সচিব, বারবার কারা নির্যাতনের শিকার হওয়া নেতা, শরীয়তপুর জেলার গর্ব মিয়া নূর উদ্দিন অপু দীর্ঘ বছর পর নিজ জন্মভূমির মাটিতে পা রাখেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে পদ্মা সেতুর দক্ষিণ পাশে নাউডোবা ইউনিয়নের পদ্মা ভ্যালী সংলগ্ন এলাকায় তাঁর আগমনকে ঘিরে হাজারো নেতাকর্মীর সমাবেশে এক স্বাগত পথসভা অনুষ্ঠিত হয়।

মিয়া নূর উদ্দিন অপুর পথসভায় জোরালো বক্তব্য: “স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা-সবকিছু ধ্বংস করে একটি দুঃশাসন কায়েম করেছিল। আজ বাংলাদেশের মানুষ, বিএনপি ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারকে বিদায় জানিয়েছে। এই বিজয় আমাদের সবার, এই বিজয় গণতন্ত্রের। এখন আমাদের দায়িত্ব - বিভেদ ভুলে একসাথে হাতে হাত রেখে দেশ পুনর্গঠনে এগিয়ে যাওয়া। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“এই দেশ আমাদের, এই জনগণ আমাদের। কেউ যেন আবারও ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে। জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রিয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলমুজ্জামান সেলিম, মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নুরুদ্দিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বাশার সিদ্দিকী,এবং বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন