

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরে কামাল জামান মোল্লার সমর্থকরা মশাল মিছিল করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের মোল্লা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থিতা ঘোষণা করে, যেখানে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা মনোনীত হয়েছিলেন। কিন্তু একদিন পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করা হয়। এরপর থেকেই শিবচরে বিএনপির রাজনীতি উত্তাল হয়ে ওঠে।
অবশেষে বিএনপির হাই কমান্ড গত ৪ ডিসেম্বর ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিবচর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হুদা চৌধুরীর স্ত্রী, শিবচর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
এর প্রতিবাদে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবিতে আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
মন্তব্য করুন
