শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
মহাসড়ক অবরোধ
expand
মহাসড়ক অবরোধ

মাদারীপুর -২ আসনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকে বিক্ষোভ করছে বিএনপির তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টায় তারা বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর নামক বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং বন্ধ করে দেন সব ধরনের যান চলাচল।

প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা শহরের একমাত্র প্রবেশদ্বার মস্তফাপুর বাসস্ট্যান্ডে অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন।

এসময় মহাসড়কের ৮টি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অনেক কর্মী-সমর্থক রাস্তার ওপর ক্রিকেট ও ফুটবল খেলেন।

তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পূর্নবাসনকারী জাহান্দার আলী জাহান কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজপথের সক্রিয় নেতা, যিনি ১৭ বছর হামলা- মামলা ও নির্যাতনের শিকার হলেও দল এবং দলের কর্মীদের আগলে রেখেছেন-বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান - তাঁকেই মনোনয়ন দেওয়ার দাবি জানায় নেতাকর্মীরা।

তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান কে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X