শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
expand
বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জারকোট ও মোমিনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারা লঙ্ঘন করে খাস জমি থেকে বালু উত্তোলন ও বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, মোমিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলাম,মির্জারকোর্ট গ্রামের টিপু সুলতানের ছেলে ফিরোজ হাসান,কালীগঞ্জের তুষভান্ডার গ্রামের অনিল মণ্ডলের ছেলে গৌতম মণ্ডল।তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে যত্রতত্র বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে।অভিযানে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন