

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রামে অবৈধ ভাবে বাংলাদেশে ফেরার পথে তন্ময় রায় নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক যুবক তন্ময় রায় দিনাজপুরের বোচাগঞ্জ থানার মুশিদহাট গ্রামের বিমল চন্দ্রের ছেলে।
বিজিবি জানায়, গত ২০২৪ সালে দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যান তন্ময় রায়। পরে বুধবার তিনবিঘা কড়িডোর হয়ে দেশে ফেরত আসে। এ সময় কড়িডোর চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়ন অধিনায়ক সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন