বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে ভেজাল বীজ বিক্রির দায়ে ৪  ব্যবসায়ীকে জরিমানা  

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
ভেজাল বীজ বিক্রির দায়ে ৪  ব্যবসায়ীকে জরিমানা  
expand
ভেজাল বীজ বিক্রির দায়ে ৪  ব্যবসায়ীকে জরিমানা  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রির দায়ে ৪জন ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ভ্রাম্যমান আদালতে এসব জনিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ।

জরিমানা গুনা ব্যবসায়ীরা হলেন, উপজেলার বাউরা বাজারের সেলিম জাহাঙ্গীর, ললিতারহাট এলাকার আব্দুল হামিদ, একই এলাকার কাশেম আলী ও মাহবুব আলম।

জানা গেছে, আসন্ন ভুট্টা মৌসুমে বীজ সংগ্রহ করতে বাজারগুলোতে ভিড় করছেন চাষিরা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রি করে হাতিয়েন নিচ্ছেন লাখ লাখ টাকা। ভেজাল বীজ কিনে প্রতারীত হচ্ছেন চাষিরা। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম ও পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ। এ সময় বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ৪ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, বীজের মান বজায় রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন