

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে আনোয়ার হোসেন নাঈম (২৭) তৌহিদুল ইসলাম (২৮) নামে দুইজনের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানের সময় আনোয়ার হোসেন নাঈম ও তৌহিদুল ইসলামকে প্রকাশ্যে এমফিটামিন জাতীয় মাদক সেবন করতে দেখা যায়।
পরে আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (৫) ধারায় জনশক্তি বিনষ্ট ও মাদক সেবনের অপরাধে তাদেরকে দণ্ড প্রদান করা হয।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাটগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
এ বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন