

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী আজ সকালবেলায় সাজু মোল্লার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অভিযান চলাকালীন ৪৫,০০০ মিটার নিষিদ্ধ চরঘেরা জাল এবং ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত জাটকা ইলিশ বিতরণ করা হয় মাদরাসা ইসলামিয়া দারুল উলূম, চরবংশী এবং ছাইয়েদ তাহের আহমাদ জাবিরী আল-মাদানী তাহফিজুল কুরআন মাদরাসায়।
অভিযানে সহযোগিতা প্রদান করে কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর।
উল্লেখ্য, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের বলেন, আমরা নদীতে মা ইলিশ ও জাটকা রক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কেউ আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার বা জাটকা ধরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, এবং এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন