

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে বহু প্রতীক্ষিত মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু থেকেই কচ্ছপ গতিতে এগোচ্ছে। নির্ধারিত ৯ মাসে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এক বছরের বেশি সময় কেটে গেছে; তবুও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে স্থানীয় ক্রীড়াবিদ, যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মাঠে কেবল বালু ফেলে সমতল করার কাজ সম্পন্ন হয়েছে কিছুটা। কিন্তু গ্যালারি, ড্রেসিং রুম, সীমানা প্রাচীরসহ মূল কাঠামোর কোনো কাজই বাস্তবে শুরু হয়নি। অথচ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা।
প্রকল্প ব্যয় ও তথ্যফলক অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ‘রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় ধাপ)’ প্রকল্পের সময়সীমা ছিল মাত্র ৯ মাস। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন কোম্পানি (প্রা.) লিমিটেড—এর অবহেলা ও গাফিলতির কারণে কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় ক্রীড়াবিদরা ক্ষোভ প্রকাশ করে জানান, ধারণা ছিল এ বছরই আধুনিক মিনি স্টেডিয়াম পেয়ে যাবো। কিন্তু কাজের গতি দেখে মনে হচ্ছে আরও অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের তদারকি নেই বললেই চলে।
এ বিষয়ে ক্রিয়া পরিষদের কর্মকর্তা সুজন বলেন, দেশের অন্য জায়গায় যেভাবে কাজ চলে, এখানেও একইভাবে চলছে। ধীরগতির বিষয়ে আমি কিছু বলতে পারবো না; বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার হৃদয় বলেন, জায়গা নিচু এবং কিছু প্রকৌশলগত জটিলতার কারণে কাজ পিছিয়েছে। নিচের অংশের কাজ শেষ হয়েছে। দ্রুত অগ্রগতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি- দুর্বল তদারকি, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং কর্তৃপক্ষের নজরদারি না থাকাই ধীরগতির প্রধান কারণ। তারা দ্রুত কাজ শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন।
রায়পুরের ক্রীড়াঙ্গনের প্রাণ ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে সুস্থ বিনোদন উপহার দিতে দ্রুত নির্মাণকাজ শেষ করার আহ্বান জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
মন্তব্য করুন