সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদেরকে ‎পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম
expand
লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম বলেছেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল, তা না দিতে পারা সরকারের ব্যর্থতা।

রোববার (১৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরে জামায়াতে পক্ষ থেকে ৩০ জন প্রতিবন্ধিকে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গণে শহর জামায়াত ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, সরকারের দেওয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলারা মেরে খায়, তাদের প্রতি ধিক্কার। তাদেরকে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।

এইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম ও জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন