সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন; ‘আউট’ লেখা ভিডিও পোস্ট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন
expand
লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শনিবার রাত সাড়ে আটটার দিকে ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল মোস্তফার দোকান এলাকা, আর এই জায়গা ঘিরেই শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।

আবুল কালাম ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাঁর সঙ্গে স্থানীয় ছাত্রদল কর্মী কাউছার হোসেনের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল।

হত্যার প্রায় আধা ঘণ্টা পর কাউছার তাঁর ফেসবুকে ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন 'আউট'। নিহতের পরিবার মনে করছে, এটি নিছক কাকতালীয় নয়, বরং হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউছার। তাঁর দাবি ঘটনার সময় তিনি লতিফপুর বাজারে ছিলেন, আর সন্ধ্যা পর্যন্ত নিহত কালামও তাঁর সঙ্গেই ছিলেন। ফেসবুক পোস্ট প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা এটা শুধু ক্রিকেট খেলার ভিডিও, হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

খুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানার ওসি জানিয়েছেন প্রাথমিক তদন্তে কাউছারের সম্পৃক্ততার আভাস মিলেছে। তাঁর ‘আউট’ ভিডিও পোস্টটিও পুলিশের নজরে এসেছে। পুলিশের ধারণা, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বিকাল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেফতারও হয়নি। ময়নাতদন্ত শেষে আবুল কালামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন