সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫ দাবিতে জিলাপি বিতরণ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ
expand
দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ

লক্ষ্মীপুরের ১০০ শয্যা সদর হাসপাতালে শূন্যপদে চিকিৎসকসহ জনবল নিয়োগসহ ৫ দাবি পূরণ চেয়ে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ করা হয়েছে। এসময় হাসপাতাল থেকে দালালমুক্ত করার জোরালো দাবি জানায় বক্তারা।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে সদর হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবীদের ব্যানারে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবীদের চোখে হাসপাতালের চিত্র- হাসপাতালের সার্জারী, নাক-কান-গলা, চক্ষু, স্কিন বিভাগসহ ৫টি বিভাগে কোন চিকিৎসক নেই। চিকিৎসক ও অন্যান্য পদসহ ৫৯ টি পদশূন্য রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি বেশির ভাগই নষ্ট।

এগুলো মেরামত কিংবা ক্রয় করার উদ্যোগ নেই। হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয়ে এটা একটা গরু রাখার ঘর। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই।

দালাল অপসারণ করার যথাযথ উদ্যোগ নেই। নির্মাণাধীন হাসপাতাল ভবন রাতের বেলা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন লব্ধ'র প্রতিষ্ঠাতা মো: ফারাজ রানা, সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহবায়ক একেএম তুষার আহমেদ, ব্লাড ফর বাংলাদেশের সভাপতি ফিরোজ মাহমুদ, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ইসমাইল হোসেন রাসেল, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন বলেন, মাহফিল বা জিলাপি বিতরণের বিষয়ে আমার জানা নেই। তাদের দাবিগুলো কি সেটাও জানি না। বিষয়টি পরে দেখবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন