সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে মালয়েশিয়া-সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে নিতে চাই: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
ড. মুহাম্মদ রেজাউল করিম
expand
ড. মুহাম্মদ রেজাউল করিম

ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যে দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকেও অতিক্রম করবে। আমাদের ভিত্তি হবে সততা, নীতি ও মেধা। রাজনীতিবিদরা দুর্নীতি না করলে আমলারাও দুর্নীতি করতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম আরও বলেন, জামায়াতে ইসলামীর বর্তমান যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আমরা দুর্নীতিকে না বলতে চাই। যদি যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবে বাংলাদেশের সব সমস্যা পাঁচ বছরের মধ্যেই সমাধান করা সম্ভব। চাঁদাবাজি বন্ধ করতে হবে, ‘বড় ভাই’ সংস্কৃতি বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা প্রমাণ করেছে, মেধাই সবকিছুর উপরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি আল-আমিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।

কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন