শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নির্বাচনী অনুষ্ঠানে বিএনপি-ইসলামি আন্দোলনের সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
বিএনপি-ইসলামি আন্দোলনের সংঘর্ষ
expand
বিএনপি-ইসলামি আন্দোলনের সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের অংশগ্রহণে স্টার নিউজের একটি অনুষ্ঠান চলছিল। এ সময় একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করেন। এতে ইসলামী আন্দোলনের কিছু সমর্থক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। এতে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী বলেন, একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক জুতা নিক্ষেপের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম দাবি করেন, এটি বিএনপি ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ নয়; বরং জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুরো ঘটনার বিষয়ে স্টার নিউজের জেলা প্রতিনিধি সাফায়েত সাকিব জানান, একজন সাধারণ শিক্ষার্থী ইসলামি আন্দোলনের প্রার্থীকে ২০১৮ সালের নির্বাচন ইস্যু নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলনের একজন সমর্থক উত্তেজিত হয়ে পায়ের জুতা খুলে তার দিকে তেড়ে আসে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X