

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের বীজ এবং প্রয়োজনীয় সার প্রদান করা হবে।
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বাড়াতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা বোরো মৌসুমে অধিক ফলন পাবে এবং জেলার খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন
