

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার যাত্রী ছাউনি এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে জড়ো হয়ে শত শত নেতাকর্মী মশাল মিছিল বের করে। মিছিল শেষে মহাসড়কে তারা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
তারা বলেন,"মনোনয়ন পুণর্বিবেচনা করে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। মনোনয়ন না দিলে আরো কঠোর কর্মসূচিরও ঘোষনা দেন তারা।"
এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতার্কর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। শেষ হলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে একই দাবিতে উপজেলার ধরমপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন বিএনপি।
মন্তব্য করুন