সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সরকারি জায়গা দখল ও উচ্ছেদ নিয়ে চলছে চোর-পুলিশ খেলা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
কুষ্টিয়ায় সরকারি জায়গা দখল ও উচ্ছেদ নিয়ে চলছে চোর-পুলিশ খেলা
expand
কুষ্টিয়ায় সরকারি জায়গা দখল ও উচ্ছেদ নিয়ে চলছে চোর-পুলিশ খেলা

কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় সরকারি জায়গা দখল ও উচ্ছেদ নিয়ে চলছে যেন চোর-পুলিশ খেলা। পৌরসভার উচ্ছেদ অভিযানের মাত্র ১০ দিনের মাথায় ফের নতুন করে দোকান ঘর নির্মাণ শুরু হয়েছে। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

দীর্ঘদিনের যানজট নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতে সম্প্রতি পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে কলেজ মোড় এলাকায় ২১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসন। অভিযানকালে জানানো হয়েছিল, শহরকে শৃঙ্খলিত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতেই এ অভিযান।

রোববার (২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ করা স্থানেই চলছে নতুন করে দোকান ঘর নির্মাণকাজ। তবে শ্রমিকেরা কার নির্দেশে কাজ করছেন, সে বিষয়ে কেউ কথা বলতে চাননি।

স্থানীয়দের অভিযোগ- পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবশালী মহলের মদদেই ফের এই দখল চলছে। এতে উচ্ছেদ অভিযান কার্যত মুখ থুবড়ে পড়ছে বলে মন্তব্য করছেন তারা।

সচেতন মহল বলছেন- শহরে যানজট একটি বড় সমস্যা। ব্যস্ততম কলেজ মোড় দখলমুক্ত করে সড়ক প্রশস্তকরণের লক্ষে পরিচালিত উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানিয়েছিলাম। তবে নতুন করে বরাদ্দও দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়া আমাদের গভীরভাবে হতাশ করেছে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন,"অনেকেই অনেক কিছু বলবে এটাই স্বাভাবিক। নির্মাণকাজের বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক নেতারা সবাই অবগত। আগেই পৌরসভা থেকে কিছু জায়গা বরাদ্দ দেয়া ছিল। তবে সড়ক প্রশস্ত করার জায়গা রেখেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। তা না মানলে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।"

এদিকে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেলে কুষ্টিয়া পৌরসভার সামনে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে দুইটি সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন,"যানজট নিরসনে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কলেজ মোড় এলাকার ২১টি দোকানের বরাদ্দ বাতিল করে এবং চলতি বছরের ২২ অক্টোবর উচ্ছেদ অভিযান চালায়। অথচ এখনো সড়ক ও ড্রেনেজ সংস্কার না করেই পুনরায় দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনস্বার্থবিরোধী।"

বক্তারা আরও বলেন,"কুষ্টিয়া পৌরসভা এখন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। টাকার বিনিময়ে প্রশাসক অনিয়মকে নিয়মে রূপান্তর করছেন। এখনই এই দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে শহর বসবাস ও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।”

মানববন্ধনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নূরুন্নবী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু,সদস্য সচিব কে এম জাহিদ ,গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জাতীয় পার্টি (বিজেপি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান আহম্মেদ, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৈকির আহমেদ, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, রাসেল পারভেজ,সাদিক হাসান রহিদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন