

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এরআগে, গত সোমবার (২২ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন জাকির হোসেন সরকার।
এদিকে, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। গত বুধবার (২৪ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন আমির হামজা।
মন্তব্য করুন
