

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উদীচী ও ছায়ানটের কার্যালয় এবং বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কুষ্টিয়া ও জেলার সাংস্কৃতিককর্মী ও শিল্পীদের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি এ্যাড. সোহেল সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সভাপতি অশোক সাহা, সুন্দরম ললিত কলা একাডেমির পরিচালক কনক চৌধুরী,জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি ইমতিয়াজ হাসান দিপু, তরঙ্গ কুষ্টিয়ার সভাপতি তাসফি পারভেজ রোহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটে।এরপর থেকেই উদীচীর ওপর সরাসরি হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়া হচ্ছিল। এ অবস্থায়ও উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির হামলায় উদীচী কেন্দ্রীয় কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
বক্তারা আরও বলেন,অগ্নিসংযোগের ঘটনায় উদীচীর ৫৭ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং বিদেশি সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের পথ সুগম করতে চায়, তারাই এসব হামলার সঙ্গে জড়িত। বৈষম্যহীন সমাজ ও বাকস্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ধর্মান্ধ বা সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এছাড়াও উপস্থিতি সাংস্কৃতিককর্মী ও শিল্পীরা গানে গানে এই হামলার প্রতিবাদ জানান।
মন্তব্য করুন
