

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিলচালিত ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
একই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পথে চলাচল করা কয়েকজন তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন
