

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বোনের শাশুড়ীর মৃত্যুর খবরে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন (২৫) ও রিমন (১৪) ও একই এলাকার শাহিন মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২২)। তারা সম্পর্কে চাচাতো তিনভাই।
আজ রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে তাদের তিনজনকে পাশাপাশি কবরে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
জানা গেছে, বোনের শাশুড়ীর মৃত্যু খবর পেয়ে তিন ভাই রাত আটটার দিকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন পথের মধ্যে শনিবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে একটি গাড়ি তাদের মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই ভাই সুমন ও রিমন মারা যান। এসময় আহত আশিক মোল্লাকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
সরেজমিনে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, তিন ভাইয়ের মৃত্যুতে শোকাহত তাদের পরিবারের স্বজন ও এলাকাবাসী। মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্তের মানুষ ভিড় করছেন। এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। নিহতের পরিবারকে সরকারিভাবে সাহায্য-সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন
