বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নয়ন ফল ভান্ডারে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
কুষ্টিয়ায় ফল ভান্ডারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
expand
কুষ্টিয়ায় ফল ভান্ডারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

কুষ্টিয়ায় পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে নতুন লেবেল লাগিয়ে পুনরায় প্যাকেটজাত করার অপরাধে এক ফল ভান্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের মজমপুর এলাকায় ফল বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে নতুন লেবেল লাগিয়ে পুনরায় প্যাকেটজাত করার অপরাধে মেসার্স নয়ন ফল ভান্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন,"তদারকিমূলক অভিযানে অংশ হিসেবে শহরের মজমপুর ফল বাজারে মেসার্স নয়ন ফল ভান্ডারে মারাত্মক জালিয়াতি ও প্রতারণার চিত্র উন্মোচিত হয়েছে। পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে নতুন করে লেবেল লাগিয়ে পুনরায় প্যাকেটজাতের মাধ্যমে বিক্রির অপরাধে নয়ন ফল ভান্ডারকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।"

এসময় কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও কুষ্টিয়া সদর নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন