বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত সচিব সেজে সরকারি সুবিধা ভোগ, যশোরে ভুয়া কর্মকর্তা আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগে ভুয়া কর্মকর্তাকে আটক
expand
যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগে ভুয়া কর্মকর্তাকে আটক

যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগে আব্দুস সালাম (৬৭) নামে এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিন মাসে অন্তত তিনবার যশোর সার্কিট হাউজে ওঠেন আব্দুস সালাম। প্রতিবারই তিনি নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিয়ে সার্কিট হাউজে সরকারি প্রটোকলসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতেন।

বুধবারও রেলস্টেশন থেকে তাকে সরকারি প্রটোকল দিয়ে সার্কিট হাউজে আনা হয়। নাম এন্ট্রি করার সময় সার্কিট হাউজের কর্মচারীদের সন্দেহ হলে বিষয়টি তারা জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। তারা সালামের সঙ্গে কথা বলে তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং জিজ্ঞাসাবাদে তিনি শেষ পর্যন্ত ভুয়া পরিচয় দেওয়া প্রমাণিত হয়।

এরপর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “সার্কিট হাউজ কর্তৃপক্ষের মাধ্যমে একজন প্রতারককে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। তার ভুয়া পরিচয় নিশ্চিত হওয়ায় আইনগত ব্যবস্থা নিতে সার্কিট হাউজ কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুস সালাম আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি কী উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন