শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ  ‎

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অন্নপূর্ণা দেবনাথ
expand
অন্নপূর্ণা দেবনাথ

‎কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ।

এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডে উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ‎ ‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে মোট ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে বদলির আদেশ জারি করা হয়।

ওই তালিকায় কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসেবে অন্নপূর্ণা দেবনাথের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ‎ ‎উল্লেখ্য, চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিফাত মেহনাজ। প্রায় দুই মাসের মাথায় তাকে অন্যত্র বদলি করা হলো। ‎ ‎নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কুড়িগ্রামের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সচেতন মহল। স্থানীয়রা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন