বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে খেলার মাঠ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
রাজারহাটে খেলার মাঠ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
expand
রাজারহাটে খেলার মাঠ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অযাচিতভাবে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে বিদ্যালয়ের পুরো খেলার মাঠ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি এ প্রকল্প বাস্তবায়িত হলে তরুণ প্রজন্মের জন্য এটি হবে মারাত্মক ক্ষতির কারণ। ‎ ‎প্রতিদিন বিকেলে প্রায় ৫০ জন তরুণ এই মাঠে নিয়মিত খেলাধুলা ও অনুশীলন করে। আশপাশের চারটি গ্রামের জন্য এটি একমাত্র খেলার মাঠ। এলাকাবাসীর ভাষ্য, মাঠের জায়গায় বিল্ডিং নির্মিত হলে তরুণরা খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে নেশা বা অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। তাই তারা প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। ‎ ‎মাঠ রক্ষার দাবিতে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় সচেতন শিক্ষার্থী সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ‎ ‎এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাটের সাবেক আহ্বায়ক মুহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি বলেন, “খেলার মাঠ নষ্ট হওয়া মানে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আমাদের স্লোগান ‘মাদক ছেড়ে খেলায় চল’। কিন্তু খেলাধুলার মাঠই যদি না থাকে, তাহলে তারা কোথায় যাবে?” ‎ ‎তিনি আরও বলেন, মাঠ রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বন্যা আশ্রয়কেন্দ্রের প্রকল্পটি যেন অন্যত্র স্থানান্তর করা হয়, সেই দাবি জানান। ‎ ‎শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রত্যুষ বসুনিয়া, মেহেদী হাসান জীবন, মিলন মিয়া প্রমুখ। ‎মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনস্থলে তরুণদের মাঝে গভীর আবেগ ও উদ্বেগ প্রকাশ পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন