বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণে মদ-ইয়াবা জব্দ 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করছে বিজিবি। ছবি: এনপিবি
expand
মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করছে বিজিবি। ছবি: এনপিবি

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমানে মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে এসব মাদকের পরিসংখ্যান জানাতে পারেনি তারা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কণ্যামতি নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারিরা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।

এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ কুড়িগ্রাম জেলার দায়িত্বপূর্ণ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশরোধে বদ্ধপরিকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন