

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ৬ জনের গেজেট বাতিল করেছে সরকার। যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
সোমবার (২৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধারা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মোঃ শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম সদর উপজেলা মোঃ আব্দুল হাই সরকার, মোঃ নছর উদ্দিন, উলিপুর উপজেলার মোঃ হাবিবুর রহমান ও নাগেশ্বরী উপজেলার মোঃ খবির আলী।
মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্ধারিত তদন্ত ও শুনানিতে অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জানায়, তারা তো দীর্ঘদিন যাবত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করে আসছে। হঠাৎ করেই তাদের গেজেট বাতিল করার বিষয়টি কোন কারণ খুঁজে পাচ্ছন না তারা।
গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কুড়িগ্রামের আব্দুল হাই বলেন, আমি ৬ নং সেক্টরে যুদ্ধ করেছি। আমার যাবতীয় কাগজপত্র রয়েছে। আমি খুব দ্রুতই ঢাকা গিয়ে আমার কাগজপত্র জমা করবো। কেন যে আমার নাম গেজেট থেকে বাতিল করলো বিষয়টি বুঝতে পারছি না।
কুড়িগ্রাম সদর উপজেলার কমান্ডার আব্দুল বাতেন বলেন, যাদের গেজেট বাতিল করেছে সরকার, সবাই অনেক আগ থেকেই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। কেন তাদের গেজেট বাতিল করা হলো বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা কেন্দ্রীয় কাউন্সিলকে বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছি।
গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা এতদিন মুক্তিযোদ্ধা ভাতা ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে এসব সুবিধা তাৎক্ষণিকভাবে বন্ধ হবে।
এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
